কোন একদিন
- রুহুল আমীন রৌদ্র

কোন একদিন,
অবাঞ্ছিত কোন এক কচুরীপানা হয়ে,
ছোঁয়েছিলাম তোমার ভাবনার স্বচ্ছ দিঘী,
অতঃপর ইতস্তত তুমি,
বুকে টেনে নিয়েছিলে ক্ষণিক আবহে।
বেলাশেষে ক্ষিপ্র ঊর্মি যার, ভেঙেছিল ডানা,
মনেপড়ে ......?
আমি - ই সেই জনা,
আমায় দাও গো বিদায়, আমি আর ফিরবো না,
তোমার মনে ব্যথার প্রদীপ আর জ্বালাবো না।
এই নাও শেষ উপহার,
অস্তিত্বে শেষাংশও মিশিয়ে দিলেম তোমাতে।
------


০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।