সময় হয়নি , এ প্রেম শৈশবে
- তানজির উদ্দিন - ছুঁ ছুঁ
চিত্কার হাহাকার ব্যথাতুর হৃদয়ের পিয়াস মেটানো
এ অধিকার ও প্রেমিকের নয়
এবং এ প্রেমের ও নয় ।
এ প্রেম প্রেমার্ঘ্য দিতে জানে
কাঁটা ছাড়িয়ে গোলাপ তুলে
আর সে প্রেমিক আনমনে
জগত সংসাররে বারে ভোলে ।
আবারো বলছি
এ প্রেম দিতে জানে
এ প্রেম এখনো শৈশবে ।
০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।