আয় ছুটে আয় মাঠের কাছে
- অরুণ কারফা

আয় ছুটে আয় মাঠের কাছে
সুগন্ধে ধানের ক্ষেত ভরেছে
বুলবুলিদের বসেছে মেলা
ভ্রমরও জুটে করছে খেলা।

সুর দিচ্ছে তালে তালে অলি
গান ধরেছে তাই বুলবুলি
এরপর উঠলে নতুন ধান
গোলাগুলো পাবে হৃত সম্মান
কাশফুল সব পড়ছে ঝরে
দোয়েল গাইছে করুণ সুরে
শূন্য ফলের বাগান এখন
তাই ক্ষুণ্ণ ভীষণ ওদের মন।

তবে খুশি খুব বুলবুলিরা
মেলে ধরেছে গানের পসরা
এই ভাবেই আসছে হেমন্ত
ধান পাকা যে পয়মন্ত।


০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।