অসম্ভব সম্ভব উদ্ভব
- তানজির উদ্দিন - ছুঁ ছুঁ
স্যার কাজটা পেলেই হয়
টাকার সই আমার হাতে পাকা ।
উপর কর্তা চেয়ারে অসীন
জানেন স্যার আমার একটা বাড়ি
তিনটে প্লট পাঁচ পাঁচটি গার্মেন্টস.....ইত্যাদি ইত্যাদি ।
উপর কর্তা চেয়ারে অসীন
গাল ভর্তি ক্ষুধার তেষ্টা
ঝিম ঝিম ভাব ,
ব্যাটা , এতকিছু থাকলে চাকুরী কেন ?
প্রশ্নটা ভেতরেই থাকে ।
চেপে যায় ....তার চেয়ে বরং
কিছু কিছু পেলেই হল ।
সম্মুখের লোকটা চেঁচাচ্ছেই
উপর কর্তা গম্ভীর...যেন নারাজ ।
তারপর...না, এ অসম্ভব ।
লোকটার মিনতি কত লাগবে স্যার ?
দু চার দশ ? যত লাগে বলবেন স্যার ।
পিনপতন নীরবতা...আচ্ছা, কাল দেখা করে যাবেন ।
উপর কর্তা গাল ভর্তি হাসি
নাহ্ , মন্দ না ।
০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।