হে নবীন
- ফাইয়াজ ইসলাম ফাহিম

হে নবীন নীরব কেন আজ
কত অন্যায় আর বরণ করে লবে
নেই কি তোর লাজ?

ঘন-সিয়া জুলমাতে
ভরে গেছে এ দেশ,
৫২'র মত জেগে ওঠ
দেখাও রক্তের তেজ।

হে নবীন কত শুনবি
আর মর্সিয়া গীতি,
দেশের তরে দেখাও
তোদের প্রেম-প্রাতি।

হে নবীন জেগে ওঠ,রেগে ওঠ
থাকিস না আর ঘুমে,
অসুর দেবতা আসছে তেড়ে
রক্ত খাবে তোদের চুমে।

হে নবীন
করিস নে কোন ভয়,
প্রাঞ্জল বিপ্লবে
অসুর দেবতার কররে ক্ষয়।

হে নবীন বিচলিত হইও না
করিও না গাফলতি,
মনের সৃর্য কে হূদপিন্ডে ধরে রাখ
তোরা-ই তো এদেশের
আপামর জনতার সেনাপতি?


০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।