বাঙলার ছেলে মুজিবর
- ফাইয়াজ ইসলাম ফাহিম
বাঙলার ছেলে মুজিবর
আছো তুমি বাঙালির অন্তরে-অন্তর,
ও আমার মুজিবর
তোমার ছোঁয়ায় হতে হয়নি দেশান্তর।
ও আমার মুজিবর
তোমার কথায় মানুষ দিয়েছে কান
তবু শোনে নি
পাকিস্তানি হায়নাদের কথার টান।
ও আমার মুজিবর
আছ তুমি বাঙালির
অন্তরে-অন্তর
তোমার কথার মানুষ দিয়েছে মান
তবু দেই নি আমাদের পূর্ব পাকিস্তান।
ও আমার মুজিবর
আছ তুমি বাঙালির অন্তরে-অন্তর।
০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।