জ্যোৎস্না রাত
- ফাইয়াজ ইসলাম ফাহিম
এই জ্যোৎস্না রাতে
পেলাম না
তোমার দেখা,
জন-মানব শূন্য মাঠে
বসে আছি একা একা।
কোথায় তুমি হে
মনোহরণী কন্যা,
এসো!এসো!
জলদি এসো?
এই শোকার্ত মনটা-রে
রঙ্গিন করিব
তোমার পুষ্প স্বরুপ ঠোটের ছোঁয়ায়।
তোমার সোনা মুখ হেরিব
জ্যোৎস্না রাতের
আলোর ছটায়।
এসো!এসো!এসো!
হে প্রিয়ংবদা ললনা,
জ্যোৎস্না মেঘ লুপ্ত হচ্ছে
আর করিস নে ছলনা?
০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।