মধ্যবিত্ত ভাল নেই
- নাহিদ সরদার
মধ্যবিত্ত ভাল নেই
মো : নাহিদ রহমান
মধ্যবর্তী দুঃখ গুলো ছড়িয়ে আছে
আমাদের ঘরবাড়ি আর গৃহস্থালি জুড়ে
আলমারি খুল্লেই ছারপোকার দল মধ্যবিত্ত
জীবনের কাহিনী শোনাবে।
রংচটা দেয়াল, ফাটা মেঝে,জং ধরা
জানালার গ্রিল বলে
দেয় কতটা সুখে আছি।
সকালে গরম ভাতের ধোঁয়া দেখিনা
চায়ের ধোঁয়াতে নাস্তা সেরে একটা
মধ্যবিত্ত ঢেকুর তুলে লুকিয়ে ফেলি ভাতের অভাব
ডেসটিনি স্টাইলে অফিসের পানে ছু্টে চলা
রাস্তার মাঝে ভিখারির আবেদন,
রিকশাওয়ালা আর পিয়নের
বকশিশ মিটিয়ে সন্ধ্যায় বাসায় ফেরা
অতঃপর রোজকার মতো বাজারের ব্যাগে
হিসেবিজিনিস পুরতে গিয়েই উর্ধ্বমূখি
দামের চাপেদম বন্ধমধ্যবিত্ত জীবন,
মাসের পঁচিশ তারিখ হিসাবের শূণ্যখাতা
মেলে ধরি নির্লজ্জে দারোয়ানের সামনে।
তবুও বলতে হয় আমরা ভাল অাছি,
রাস্তার ভিখারি ভাল অাছে
ভালো অাছে শ্রমিক মজুর,কৃষক, কৃষাণ
ভাল আছে সু-উচ্ছ বিলাসী মানুষ
কিন্তু আমরা মধ্যবিত্ত ভাল নেই
২৭/০৫/২০১৬ ইং
শুক্রবার,রাত, ৯:০০
০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।