যাব না ঘরের বাহিরে
- নাহিদ সরদার
ওরে আজ আমি
যাবো না ঘরের বাহিরে,
শীতল হাওয়া বইছে আজ
সূর্যের দেখা নাহিরে।
ওরে আজ আমি
যাবো না ঘরের বাহিরে,
লেপ মুড়ি দিয়ে থাকবো হেথায়
কায়া মোন উষ্ণ হাতে চাহেরে।
ওরে আজ আমি
যাবো না ঘরের বাহিরে।
মনোকু্ঞ্জে ফুল আজি নাহিরে,
বেদনার সুরে গান আমি গাহিরে।
ওরে আজ আমি
যাবো না ঘরের বাহিরে।
০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।