খুকুমনির নিমন্ত্রন (শিশুতোষ)
- রুহুল আমীন রৌদ্র
আয় রে আয় টিয়ে,
ধূলি দিয়ে ভাত রেধেছি ,
ছুঁ মেরে যা নিয়ে।
শালিকছানা চঁড়াইছানা,
দেখে যা দেখে যা,
ধূলি দিয়ে ভাত রেধেছি,
খেয়ে যা খেয়ে যা।
কুকুরছানা বিড়ালছানা,
দেখে যা দেখে যা,
ধূলি দিয়ে ভাত রেধেছি,
খেয়ে যা খেয়ে যা।
একবাটি দুধ দেবো,
ইলিশ মাছের ঝুল দেবো,
একঘটি ভাত দেবো,
খেয়ে যা, খেয়ে যা।
দোয়েল কোয়েল ময়না শালিক,
কে খাবিরে আয়রে আয়,
চেয়ে দ্যাখ বসে আছে,
খুকুমনি অপেক্ষায়।
------
০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।