নিষিদ্ধ আমি
- নাহিদ সরদার

আজকে আমি নিষিদ্ধ হলাম
ভালবাসার প্রেম কাননে,
সেথায় আমার ঢুকতে মানা
ফুল গুলো সব ভুল ভেবে তাই ম্লান হলো,
আকাশ পাড়ায় মেঘগুলো সব
অামায় দেখে কান্না দিল
খামখেয়ালি এক অাষাঢ় এলো মন জমিনে,
খরা মনে দেবে নাকি একটু খানি
সবুজ ছোঁয়া বৃষ্টি পানির।
কিন্তু ঐ যে আমার ধুকপুকানি
অবুঝ মনের ভালবাসা,
সে যে আমায় আগের মতো
আর ডাকে না আর ডাকে না,
কবি তুমি কোথায় গেলে?
সে যে আমায় আর বলে না
দুজন মিলে খুনসুটি এক বসত গড়ি
শঙ্খ চিলের পালক পাড়ায়।
আর ডাকে না অলস দুপুর নূপুর পায়ে
বকুল তলায়,কয়না কথা
আগের মতো আদর করে,
দোঁহা মিলে চাঁদ মাখি
ঐ জ্যোৎস্না রাতে নীপবনে,
ভালবাসা হেঁটে চলুক দুই হাতেতে
আর বলে না আর বলে না।
পাগলি আমার হৃদয় জুড়ে
আর থাকে না,
সেইখানেতে পড়ে আছে
একটা চিঠি লেখা তাতে,
অামি না'কি ভালবাসার ভ জানি না
তাইতো আমি নিষিদ্ধ হলাম
তাঁহার সকল ভাল লাগায়।


০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।