ভাব করে সে সবার সাথে
- নাহিদ সরদার

ভাব করে সে সবার সাথে
-----------------------------------
ধানের কচি পাতা গুলোকে
মনের মাধুরী মিশিয়ে ওরা
গেঁথে দেয় নরম কাদার সথে
ভাব জমে কাদামাটি আর ধানের কচি পাতায়।
ভালোবাসা জড়াজড়ি খায়
মাটি আর পাতায়।
হিংসার আগুনে জ্বলে
উত্তুরে বাতাস।
তবুও দুঃখ নেই কোনো
দোদল্য দোলায় দোলে কচিপাতা।
কাদামাটি, বাতাস,আলো
সবার সাথে ভাব তার।
একজনের নয় সে
সেতো সবার,
সকলের মাঝেই তার বেড়ে ওঠা


০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।