হেমন্তে
- নাহিদ সরদার
হেমন্তে
................
আসছে ভেসে
কোন সে ঘ্রাণ,
মাঠে বুঝি
পাকছে ধান।
বইছে বোঝা
তুলছে আটি,
ইঁদুর তুলছে
ভুঁইয়ে মাটি।
উত্তুরে হাওয়া
দিচ্ছে ঠেলা,
ফিরছে পাখি
ডুবছে বেলা।
লেপছে উঠান
মরছে ধূলো,
কৃষাণির হাতে
দুলছে কুলো।
উড়ছে ভূসি
পড়ছে ধান,
মধুর সুরে
ধরছে গান।
সাঁঝ সকালে
ছুটছে গাছি,
রসের ভাড়ে
পড়ছে মাছি।
মা বানাচ্ছে
রসের পিঠা,
খাচ্ছে সবাই
লাগছে মিঠা।
০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।