শরতের এক অশ্রুঝরা বিকেল
- রুহুল আমীন রৌদ্র

শীতলক্ষ্যার বুকে,
পাড়ে বাঁধা নায়ে নিঃসঙ্গ বসে আছি।
বিকেলের কাঁচামিটে রৌদ্র,
কালোমেঘের আঁড়ে উঁকি দেয় ক্লান্ত তপন,
ক্ষণপরে অঝর বর্ষণ,
স্মৃতি মুখর রুমাঞ্চিত ক্ষণ।
প্রবল বর্ষণ তোড়ে,
শীতলক্ষ্যার ঘোলাজল আঁছড়ে পড়ে তীরে।
উত্তাল তরঙ্গে রঙে ঢঙে, নেচে চলে নাওখানি,
হৃদয় মুচড়িয়ে দেয় বিষণ্নতা দোলানি।
থমকে গেছে শঙ্খচিলের উড়াউড়ি,
গঙ্গাফড়িঙের পাখনায় শরতের ভেজা চুম্বন,
স্মৃতিমুখর রুমাঞ্চিত ক্ষণ।
সোতের টানে ভেসে চলে উদাসী কচরীদল,
শরতের পড়ন্ত এ বিকেলে,
আহা কি মেঘের ঢল।
ওই পাড়ের গাঁ গুলি যেন, শুভ্র সমতল,
ঝড়ো বৃষ্টির উত্তাল তরঙ্গে,
নায়ে আসে জল।
স্তব্ধ হয়ে গেছে বিহঙ্গের কোলাহল,
পাটাতনের পরে কতক,
ব্যঙের দল।
ঘনমেঘ ফেঁড়ে ধেয়ে আসে, একফাঁলি রৌদ্রের ঝিলমিল,
চেয়ে দেখি আনমনে,
ভেজা পায়নায় তবুও উড়ছে ক্ষুধার্ত গাঙচিল।
ভিজে ভিজে ডিঙি নৌকায়, ছোট মাছ ধরছে জেলে,
গামছা পরে লাফালাফি,
কতক দুরন্ত ছেলে।
ভেজা শাড়িতে ওই পাড়েতে, নববধূর দল,
রক্তপদ্ম লয়ে তারা,
করছে কোলাহল।
ক্ষণপরে ধীরে ধীরে, অস্তচলে রবি,
তিমির এসে জমলো পাড়ে,
থেমে গেল সবি।
স্মৃতির পটে বিলীন হল,মধুময় এ ক্ষণ,
আমিও কখন বিলীন হবো,
কেঁদে উঠে মন।
------


০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।