কী সর্বনাশ !
- তানজির উদ্দিন - ছুঁ ছুঁ
এখন ব্যঙদের পৌষ মাস
ঘ্যাঙর ঘ্যাঙর ঘ্যাঙ
আঃ ! কী সর্বনাশ !
প্রতি বর্ষার শেষে
বিলে ঝিলের দেশে
টইটুম্বুর জলের কন্যা
দেখে যায় জলের বন্যা
আঃ ! কী সর্বনাশ !
বাঙদের তবে পৌষ মাস !
মরা গাঙে তখন স্রোত জাগে
জলের দেশে তখন অভিশাপ
মরা গাঙে তখন ভিক্ষা মাগে
জলের দেশে কে করে এ পাপ !
আঃ ! কী সর্বনাশ !
ব্যঙদের পৌষ মাস
কী সর্বনাশ !
০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।