একেশ্বর-২
- ফয়েজ উল্লাহ রবি
সে
তুমি
এই তুমি
সবার উপরে
শুধু এক তুমি।
তুমিতে শুরু দিন
তুমিতেই হয় রাত
তুমি ছাড়া নেই কিছুই
গোপনে-প্রকাশে দাও সাথ।
তুমি এক, একেশ্বর, তুমিই
এ জগৎ সংসারের এক! পতি
তোমার করুণা ছাড়া নেই গতি
তুমি শুরু, তুমি শেষ, তুমি অসীম
তুমি সৃজিলে বিশ্ব, আসমান জমিন
এই তোমার প্রেম, রাব্বুল আলামীন।।
০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।