বোল
- ফয়েজ উল্লাহ রবি

ফুল ভেবে করেছ কি ভুল
সত্যি নয়,এ কাগজেরই ফুল
জান ? মিথ্যে নয় এক চুল।
ভুল পথে পাবে কি গো কূল
অস্থির কেন, হারালে কী দুল
এতোটা জলদী হও ব্যাকুল।
সুরের মোহনায় লাগে দোল
ফিরে পাবে আদরের কোল
ধৈর্য্য ধর হইও না আকুল।
ভালবাসার পাবে গো সুফল
হৃদয় মাঝে বাজে শুধু ঢোল
মূক বধিরও পায় গো বোল।


০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।