মধু ফল
- ফয়েজ উল্লাহ রবি
মধু মাসের মধু ফল
খেলে বাড়ে শক্তি বল,
দেখে জিভে আসে জল
বাংলাদেশের মধু ফল।
প্রাণ ভরে নাও তৃপ্তি
পূরণ হয়ে যায় পুষ্টি,
আঁখি মেলে দাও দৃষ্টি
এই যে কি আনন্দ সৃষ্টি।
ফুলে-ফলে বাংলা সাজে
হৃদয়ে সুখ সুর বাজে,
শান্তি পাই শত কাজে
স্বর্গসুখ বাংলার মাঝে।
০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।