এবং তুমি
- ফয়েজ উল্লাহ রবি
এবং তুমি তারপর তুমি
আবার তুমি সুতরাং তুমি।
তুমিই জন্ম তুমিই মৃত্যু
তুমি আমার কর্ম,
তুমি নামাজ তুমি ইবাদত
তুমিই আমার ধর্ম।
তুমি সকাল তুমি দুপুর
বিকেল সন্ধ্যা রাত,
মূক বধির শব্দহীন আমি
তোমার সাথে না হয় যদি বাত।
০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।