সেই তুমি
- ফয়েজ উল্লাহ রবি

সেই তুমি, চলে গেলে, অনেক দূরে-
জানি ! জানি আমি, আসবেনা তুমি,
আসবেনা তুমি, আর কভু ফিরে,
তবু তোমার, পথও পানে চেয়ে, কাটে আমার বেলা,
বসবে কি সখি !! বসবে আবার কভু, সেই সেই, মিলন মেলা।

মনে কি পড়ে না, সে দিন গুলো ? তুমি কি এতোটাই বদলে গেলে,
কোন সুখের ঠিকানায়, কোন স্বর্গ সুখ !! খুঁজে তুমি পেলে ?
কি কারণে, অনাদরে, অবহেলায়, আমায় দূরে সরিয়ে দিলে,
দেখলে না একবারও ফিরে, তোমায় ছাড়া, আমি আছি কি করে।


০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।