বুনো ফুল হবো
- নাহিদ সরদার

বুনো ফুল হবো
---------------------------
সময়ের তরী বাইতে বাইতে
একটা বছর চলে গেল,
নির্লজ্জে চোখ বোলাম
জীবনের রঙিন পাতায়।
চূড়ান্ত হিসাব শেষে দেখি উদ্বৃতে
দায়ের পরিমাণ যেন একটু বেশি।
ডেবিট ক্রেডিট বিশ্লেষণে
আনন্দের স্বাদ পেলাম না,
তবে আমার কাছে নক্ষত্র
ভরা অানন্দ ছিল আবার
সাগর ভরা কৃপণতা ছিল
তাই হয়তো বিলাতে পারেনি আনন্দ।
যদি পারতাম আনন্দ বিলাতে
তবে আঁস্তাকুড়ের মাঝে মুখ
গুঁজে থাকা শিশুটি থার্টি ফাস্ট নাইটের শুভেচ্ছা
জানাতো অগ্রিম,
যদি আনন্দ দিতে পারতাম
শুনতে হতো না অসহায়
মানুষের বুভূক্ষ অার্তনাদ, ভাত চাই।
প্রতিদিন শুনতে হতো না ভিখারি ক্রন্দন
বুঝলে নতুন বছর,
আমি আর মানুষ রবো না
এবার আমি নব দীপিকায়
আনন্দ স্নান সেরে উঠব,
বুনো ফুল হয়ে রাস্তার পাশে ফুটে ফুটে
আনন্দ বিকাব দুঃখের বিনিময়,
সেখানে কোনো কৃপণতা রবে না।
৩১/১২/২০১৫ ইং
বৃহস্পতিবার,
সন্ধ্যা , ৮.১৫ মি:


০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।