মোনের কোণে পৌষ
- নাহিদ সরদার
মনের কোণে পৌষ
--------------------------
ধানের শীশ খেলছে খেলা
মনের কোণে পৌষ,
হিমেল হাওয়ায় গন্ধ ছড়ায়
বাসফুল আর আউশ।
নগ্ন ঘাসে শিশির জমে
কৃষক কাটে ধান,
কৃষক বধূ ব্যস্ত এখন
লেপতে গিয়ে উঠান।
নতুন ধানে ভরবে উঠান
উড়বে তাঁহার কূলো,
পুষ্ট ধান পড়ে রবে
উড়ে গিয়ে ধূলো।
ভোর বেলাতে ঘুরবে শিশু
মলন গরুর সাথে,
মায়ের হাতের চিতই পিঠা
থাকবে সবার হাতে।
সন্ধ্যা হলে ছুটবে মাঠে
দুষ্ট ছেলের দল,
খেজুর তলে করবে ওরা
রস চুরির ছল।
কেউবা আবার তুলবে আলু
বকর খোলের বিলে
খেজুর গুড়ে মিষ্টি আলু
কেমন করে ভোলে?
৩০/১২/২০১৫ ইং
বুধবার, সাকাল,৬:০০
০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।