জ্বালিয়ে দাও বিতৃষ্ণার অনলে
- নাহিদ সরদার
জ্বালিয়ে দাও বিতৃষ্ণার অনলে
-----------------------
আমি দামি কোনো
লেখকের বই নোই যে
আমার অস্তিত্ব রবে সর্বত্র,
আমি অনামা লেখকের
অতি যত্নে লালিত একটি মাত্র
অছাপা অণু বই মাত্র।
তবুও তুমি কিনেছো
অতুল্য মনের নির্মল ভাবনায়,
আমি তোমাতে হয়েছি বিলীন
নিঃস্বার্থে বেহিসেবি কামনায়।
হয়তো আমার জীবনের সমস্ত
শব্দমালা তোমার জন্য গাঁথা,
তাই আমার এ জীবন
তোমার ঐ পথেতে পাতা।
আমাকে পড়, বোঝো, অনুধাবন কর
বছরের নতুন বই হাতে পাওয়া
অবলা শিশুর মতো,
আমাকে ছুঁয়ে দাও
তোমার নরম ওষ্ঠে,
অাশেকি চুম্বন করো আছে যতো।
কিনেই যখন ফেলছো তখন
অনাদরে রেখ না অার ফেলে,
যদি পড়তে ভাল না লাগে
জ্বালিয়ে দাও বিতৃষ্ণার অনলে।
পুড়িয়ে ফেল প্রতিটি পৃষ্ঠার প্রতিটি বর্ণ
ছাই করে উড়িয়ে দাও উন্মুক্ত বাতাসে,
তুমি ছাড়া কেউ যেন পড়তে না পারে
না পাওয়ার আশাতে।
দেখো,একটু ও কষ্ট পাবে না
অনামা ঐ লেখক,
তবে অনুরোধ অযত্নে রেখ না।
২৮/১২/২০১৫ইং
সোমবার,সন্ধ্যা,৫:৩০মি:
০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।