প্রবাসী চিঠি
- নাহিদ সরদার
প্রবাসী চিঠি
-----------------
তপ্ত দুপুর উত্তাপ্ত মরুভূমি
আমি একা বসে দেখি
অসহ্য ঢেউ মরিচিকার,
নিঃসঙ্গতায় বালিকণায় চিঠি
লিখি বেদনার বর্ণমালায়।
জানি কেউ পড়বে না,
জানবেনা ঠিকানাহীন চিঠি,
মরুৎ জড়ে উড়ে যাবে আমার
বেদনায় ভরা এক একটি বর্ণ।
এখানে অদূরের নীলিমা
ছায়া হীন সঙ্গী হতে চায় আমার।
এখানে কেউ আমায় করুণা করে না,
না ঐ দূরের আকাশ
না ঐ অত্যাচারিত মুনিব আর
না ঐ রাতের নক্ষত্র।
একমাত্র উঠের ছায়া আমাকে
করুণা করে ক্ষণে ক্ষণে।
জানিস মা,
এখন আর কবিতা লেখেনা
তোর বাউন্ডেলে কবি ছেলে,
উঠের লাঠি কলম কেড়ে নিল,
কবিত্ব মনে মনিব ঢেলে দিল শাসিত বিষ,
ঘামের নদীতে বিলীন আমার কবি স্বত্বা
তাই আজ আর লিখি না।
মাঝে মাঝে মনে হয় সীমান্ত উপড়ে
চলে আসি মাগো তোর আঙ্গিনায়
আচল তলে পরম শান্তিতে
তৃপ্তির ঢেঁকুর তুলি,
তোর শীতল কোলে একটু ঘুমাই।
কিন্তু যখন তোর ছেঁড়া আচলে
দারিদ্রের বৃষ্টি বন্যা দেখি
তখন অতৃপ্তির বিষাদ বেদনায়
মনে হয় বেশ আছি
তোর চোখের আঁড়ালে।
২৬/১২/২০১৫ ইং
শনিবার
সকাল,১১:৩০ মি:
০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।