মানুষের মতো মানুষ হও কবি হও পরে
- নাহিদ সরদার

মানুষের মতো মানুষ হও কবি হও
-------------------
রাত্রি জেগে রাত্রি দেখ,
কেন কান্না দুঃখীর দেখনা
রূপালী ঝিলিকে ডুবে,
ঝিলিক মাখতে পার দুঃখ কেন- না?
দেখ ঐ রাত্রি জেগে শত বাস্তুহারা
কুকুর কাঁদন কাঁদে,
কান্না দেখে কাঁধ বেকে,
সকলে চলে কেউ না সাধে।
ওদের ঐ দুঃখ বিনাশে
সুখ বিলাতে কী কর কবি?
তুমি শুঁধু বসে লেখ, আর আঁকো
নিদারুণ ছবি।
হাসি পায় কান্না পায় তোমাদের
কবি মন দেখে,
পথে পথে ঘুরে ঘুরে কত কথা
যাও তুমি লিখে।
রইল নিকুচি শত তোমাদের এই স্বর্গভূমি,
বুকে হাত দিয়ে বলো কতোটা কিনেছ দুঃখ তুমি?
জানি তুমি পারবে না
উত্তরে মিলবে শত লাজ
তোমারতো দেখি শুঁধু
কবিতায় দুঃখ ভরান কাজ,
বলি মানুষের মতো মানুষ হও
কবি হও পরে,
বৃথা আর রাত জেগে লিখনা'কো
শুধু খাতা ভরে।
২৩/১২/২০১৫ ইং
বুধবার,সকাল,৮.০০


০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।