ছুঁইয়ে দিস
- নাহিদ সরদার

ছুঁইয়ে দিস
-----------------
তোর ঐ নিদেন মনের খিড়কী খুলে
আমাকে একটু ছুুঁইয়ে দিস,
তোর ঐ আঁচল পেতে ক্লান্ত দেহে
তোর পরাণে বসতে দিস।
তোর ঐ বেলন ডাটা হাতের নাড়ায়
কাকান বাজার শব্দ দিস,
উদাস দুপুর -পুকুর জলে
জল খেলাতে সঙ্গে নিস।
তোর ঐ চিরল দাঁতের হাসি রেখায় অামাকে তুই
ফাঁসি দিস।
তোর ঐ কাজল কলো আচিলটিকে পাচিল
ভেঙ্গে আমার হাতে সপে দিস।


০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।