বৃষ্টি বর্ষণ হোক মানবতার
- নাহিদ সরদার
বৃষ্টি বর্ষণ হোক মানবতার
----------------------------------
প্রতিফলিত হোক
সময়ের দাবিতে টনকনড়া
এক দুর্দান্ত কবিতা।
শঙ্খ চিল ঠোঁটে করে আনুক
এক একটি বর্ণ,
গেঁথে দিক শিকারি শকুন
এক একটি শব্দ।
বিধ্বংসী শব্দের ঝংকার ছুটে চলুক
সোমালিয়া থেকে তিউনেশিয়া
কম্পিত হোক বিশ্ব বিবেক,
দুখিনী মায়ের আচলে লেখা হোক
তোমার শততম কবিতা।
আমি বলছিনা তুমি
রোমান্টিক প্রণয়োপাখ্যান
অথবা মঙ্গলকাব্য লেখ,
বড় সেকেলে লাগে ও গুলো।
যখন একজন মরে দশ জন দ্যাখে
তখন ম্যানহোলে পঁচা লাশের সাথে
জলাঞ্জলি ঘটে আমার,
তোমার বিশ্ব বিবেকের।
একজন সম্পদের চূড়া
গড়তে গড়তে আকাশ ফুঁটো করে
ওপার দেখতে যায়,
আর একজন নামতে নামতে
মাটিতে মরে সার হয়।
কোথায় মানবতা?
মানবতা দেখি না,
যে টুকু দেখি রক্তবমি।
অাজ না হয় শততম উৎসবে
জন্ম হোক এক নতুন কবিতার,
কামনা করি হে কবি,
তোমার কবিতায় বৃষ্টি বর্ষণ হোক
মানুষের মনে মানবতার।
১২/১২/২০১৫ইং
শুক্রবার,দুপুর,২:১৪ মি
০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।