অামার কণ্ঠ চেনে
- নাহিদ সরদার

আমার কন্ঠ চেনে
-----------------------
দিবানিশি যে কন্ঠ আমার
বাজে মনের মাঝে,
অলস করা কন্ঠ যে- তা,
মন বসে না কাজে।
কোন কোকিলের কন্ঠ তুমি
আনলে সখি কেঁড়ে?
পাগল করা কন্ঠ যে -তা
মনের চূড়ায় চড়ে।
দেখ ঐ ধানের শিষে
তোমার কন্ঠ দোলে,
দিকজয়ী ও কন্ঠ তোমার
বীণায় সুর তোলে।
মোনের কোণে খুশি ফোঁটে
একটি কথা জেনে,
তাহার কন্ঠ বেশ করে যে
আমার কন্ঠ চেনে।
১০/১২/২০১৫ ইং
বৃহস্পতিবার, সকাল, ১০:৩০


০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।