স্বদেশী মায়া
- নাহিদ সরদার
স্বদেশী মায়া
----------------------
আমি বস্তি ছেড়েছি স্বস্তির নেশায়
আকাশ দিয়েছি পাড়ি,
মৃত্যুর কপোলে চুমু দিয়েছি
বিপদের সাথে আড়ি।
উদ্ভ্রান্ত এক পথিক আমি
অচল মাড়িয়ে চলা,
অশান্ত সাগারে বেশ কাটছে
চলতে চলতে বেলা।
এদেশ ঘুরি ওদেশ ঘুরি
শান্তির করি খোঁজ
অচল মাড়িয়ে বডার পেরিয়ে
শান্তির সীমানায় রোজ,
কোটি কোটি চোখ দেখেছি সেথায়
স্বদেশী মায়া পায় নি তবু খুঁজে
বিচিত্র প্রকৃতির বিচিত্র রং
আমায় রাখে নি মজে।
যে ফুল রয়েছে ফুটে আমার
সে সবুজ গাঁয়,
হাজারো ফুলের মাঝেতে এ মন
সেই সে ফুলটা চায়।
হাজার সুখের মাঝে আমি
নাই কিন্তু বেশ,
কেমন আছে বল না তোরা
আমার সোনার দেশ?
০৬/১২/২০১৫,
রবিবার,সকাল ৯:৩০
০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।