দুঃখে বসত
- নাহিদ সরদার

দুঃখে বসত
-------------------------
তুমি চলেছ একলা পাথে
অচিন দুঃখ পাঁয়,
এক শতাব্দির সকল আশা
তোমার কাছেতে চায়।
আমার কবিতার সকল শব্দ
তোমার কথা কয়,
আমার মনের গহীন বনে
তোমার সুবাস বয়।
আমার সকল ইচ্ছে চলে
তোমার হাতটি ধরে,
আমার মনের বসত দিও
তোমার মনো চরে।
না হয় একটু দুঃখ দিও
সুখ যদি না পাও,
ইচ্ছে হলে ডুবিয়ে দিয়ো
তোমার নদীতে নাও।
দোষ দেবনা তোমায় আমি
তোমার অনলে পুড়ে,
দুঃখ গুলো সুখ না পেয়ে
দুঃখে বসত গড়ে।
০২/১২/২০১৫ ইং
মঙ্গলবার দুপুর ৩:১০


০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।