সুখের স্মৃতি বারেক ফেরে
- নাহিদ সরদার

সুখের স্মৃতি বারেক ফেরে
-------------------------
আমার তখন ছোট্ট বয়স
শৈশবী এক মন,
শিঁশির ভেঁজা শিউলি তলে
কাটতো আমার ক্ষণ।
মায়ের কোলে কাথার তলে
উষ্ণ ছড়ানো গায়,
দস্যি আমি ভাবনা অনেক,
উষ্ণতা না চায়।
চুপটি কোরে কোলটি ছেঁড়ে
উঠতাম আমি রোজ,
ঘাসের আগায় কলার পাতায়
শিঁশির করতাম খোঁজ।
কুটোর আগুন আনত ফাগুন
চৌরাস্তার বায়,
ভোরের পাখি হিমেল হাওয়া
আমার দেখা চায়।
দিন ফুরালে দিন চলে যায়
ঘাড় ফেরায় না আর,
সুখের স্মৃতি বারেক ফেরে
ভুল হয় না তার।
আমার মনের সকল স্মৃতি
ফুল হয়ে রোজ ফোটে,
আজ যে আমার উদাস মন
স্মৃতির পিছে ছোটে


০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।