ভালবাসার দাফন হবে
- নাহিদ সরদার
ভালবাসার দাফন হবে
--------------
নৈশব্দে দিনের আলোয়
অাঁধারের আত্মহত্যার মতো
ভাল বাসার ও আত্ম বিসর্জন হলো।
একটুও বুঝিনি কেউ,তুমিও না,
শুধু বুঝেছি আমি আর তোমার অবহেলা।
এখন ভালবাসার দাফন হবে
আমার পরাণে,
কেউ জানবেনা, তুমিও না।
০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।