আহ্বান
- নাহিদ সরদার

আহ্বান
----------------------
এ সমাজের রীতিনীতি ঘুণে ধরা,
ভালত্ব সব ভাল থেকে যেন মরা।
চুরি করে চোর বাবাজীর বড় গলা,
ন্যায্য কথার অকাল পড়েছে হয় না বলা।
জ্ঞানী-গুণী বসে আজি ঘরের কোণায়
চুটকে গোশাই এর মত কেবল ঘন্ঠা বাজায়।
পঞ্চায়েতের আসন আজি ওদের হাতে,
অপরাধের চাবি যাদের নিত্য সাথে।
চোরে দেখি করছে ওই চোরের বিচার,
সাধু সমাজ খাচ্ছে বসে মজার আচার,
আর কতকাল দেখবি বসে ওদের ছল,
সবে মিলে সুশীল সমাজ বাঁচাই চল।
১৬/১১/২০১৫ ইং
সোমবার, সকাল ৭:০০


০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।