বিনয়ী তীর
- নাহিদ সরদার
বিনয়ী তীর
----------------
রেগে গিয়ে কেউ যদি মারে তোকে লাথি,
প্রতিশোধ নিতে তাকে করিস না ক্ষতি।
লাথি খেয়ে হেসে দিয়ে পেতে দিবি পিঠ,
অাগের থেকে এটা যেন হয় আরও হিট।
দরদ ভরা কথা হবে মুখ পানে চেয়ে,
ব্যাথা কি লেগেছে ভাই আপনার পায়ে?
দেখবি ক্রোধ তার হাওয়ায় উড়ে যাবে,
বিনিয়ে সরল মতি খুঁজে সে পাবে।
ক্রোধে ক্রোধ বাড়ে মিছে দোহা ক্ষতি,
বিনয়ে ক্রোধ নেভায় ক্রোধান্ধ বাতি।
৩০/১০/২০১৫ইং
শুক্রবার,রাত ৯:০০
০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।