ঘাসফুল
- নাহিদ সরদার
ঘাসফুল
-------------
ঘাসফুল তোর দুঃখের বেদন
শোনে না কেউ মনের রোধন
ভুল করে ও ভুলে,
অার কতকাল পিষ্ট হবি
ওদের পায়ের তলে।
পিষ্টে পথিক ফের দ্যাখে না
পিষ্টে যাওয়া মরণ,
কি কথা কও আকুল মনে
লেপ্টে তার ঐ চরণ।
অামার কাছে আসলে হবি
প্রিয়ার কানের দুল,
মায়ের খোপায় গুজব তোকে
তোর হবে না তুল।
বানাব তোকে হারিয়ে যাওয়া
বোনের নাকের ফুল,
অভিমানী ফুল আর থাকিস না
অামায় ভেবে ভুল।
এতো কিছুর পরে ও তোর
সুখ যদি না অাসে,
তোকে অামি পাঠিয়ে দেব
ধ্রুব তারার দেশে।
০১/১১/২০১৫ ইং
রবিবার সন্ধ্যা ৬:৩০মি:
স্বত্ব সংরক্ষিত
০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।