নূপুরধ্বনি
- নাহিদ সরদার

নূপুরধ্বনি
--------------
ঢেকিতে ধান ভানছো তুমি
আলতা রাঙ্গা পায়ে,
রূপোর নূপর খেলছে খেলা
তোমার চরণ ছায়ে।
বাজছে নূপুর কি যে মধুর
তোমার পায়ের তালে,
ব্যস্ত পথিক থেমে যাবে
নূপুরের ঐ ছলে।
আমার কথা বলব কি আর
ছন্দে গেছি ভেসে
নূপুরের ঐ ছন্দে আমার
মনটা গেছে ফেসে।
বিশ্ব সেরা বাজনদার ও
বাজনা গেছে ভুলে,
উপুড় হয়ে নূপুরধ্বনি
শুনছে চরণ তলে।
তোমার পায়ের নূপুরধ্বনির
তুলন কি আর চলে,
নিজেই নিজের রেকর্ড ভাঙ্গে
আপন শক্তি বলে।
২৭/১০/২০১৫ ইং
সোমবার,রাত ৯:৩০ মিনিট


০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।