শীতের আগমনি বার্তা
- নাহিদ সরদার

শীতের আগমনি বার্তা
------------------------------
অক্টোবর শেষ হতে না হতেই
শুরু হয় নীলাম্বরে সেই শৈশবি
খামখেয়ালি,
দাম্ভিক অহমিকায় ভেঙ্গে দেয়
আয়না।
এক গজ দূরে প্রিয়সীর মুখ তবুও
দেখা যায়না ঘন কুয়াশায়।
সারা বছর ধরে ধার করা শ্রমিকের
সঞ্চিত ঘাম,
রাত্রিজুড়ে টিনের চালে,গাছের
পাতায়,ঘাসের আগায় অথবা
মায়ের আদুরী কলসী বেয়ে
ঝরে পড়ে বিন্দু বিন্দু শিশির।
শীতের অাগমনি বর্তায়
আমার উৎপল যৌবনে দিয়ে যায়
বার্ধক্যের খসখসে অনুভূতি সারটা
দিন ধরে তখন আমার ভাবতে হয়
এবার বুঝি শীত এলো।
২৫/১০/২০১৫ ইং
রবিবার,বিকাল ৪:৪৫ মি


০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।