প্রেম নাকি বিস্বাদ মৃত্যু
- তানজির উদ্দিন - ছুঁ ছুঁ

সচরাচর প্রেম কাব্য দূরেই থাকে
তার বার্ধক্য কাঁটা দেয় শরীরে
বিঁধে আসে মনে প্রাণে আত্নায়
প্রেম তো বিস্বাদ করা একটা মৃত্যুর শ্লোগান ।
কে জানলে , আজ প্রেম শরাব পিয়ে
খেয়ে খেয়ে হয়ে ডোল সমেত
উস্ত্রাণ পরব বলে
উহ্ , চিত্‍কার ।প্রেম পিয়ে ডোল হয়েছি ।
মৃত্যুর কাছাকাছি
হ্যাঁ মৃত্যু ডাকছে বলে...কাছে আরো কাছে
শিয়রে এসে প্রেম দেবতারা কহে
এই নাও ফরমান
প্রেম অধিশ্বরী পাঠিয়েছে ।
নিষ্প্রভ চোখে দেখে দেখে তারপর বুঝেছি
প্রেম হল এক বিস্বাদ মৃত্যুর আলিঙ্গন ।


০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 2টি মন্তব্য এসেছে।

২২-০৭-২০১৩ ১৬:৪৭ মিঃ

সত্যি দিদি

২১-০৭-২০১৩ ২৩:৫৩ মিঃ

নিষ্প্রভ চোখে দেখে দেখে তারপর বুঝেছি
প্রেম হল এক বিস্বাদ মৃত্যুর আলিঙ্গন ।