দিকভালে
- তানজির উদ্দিন
মোর আধেক কালের বিদায় গানের ওহে
বাদ্যনী হে মোর অরুণ তানে প্রাণে প্রাণে
বাজাও হে উদয় বেলাকার গান মনে মনে
সুর উঠুক দিকভালে
মন ছাপিলে তালে
নিত্য তালে
জগত ভালে
মোর বিদায় কালের আধেক রজনীর স্বপন হারা
ধাবিলে কোন হে চরণশূন্য উষা হারিয়ে কোথায় তোরা
দিগন্ত পারে চলিলে বাজি বৈকাল্যের ধীর লয়ে মোর বাদ্যনী
মোর প্রাণহীন বিদায় বেলাকার বাদ্যনী ।
০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।