বিবর্তনের পথে সভ্যতা খোঁজা
- নাহিদ সরদার
বিবর্তনের পথে সভ্যতা খোঁজা
-------------------------------------------
নাট্য মঞ্চে অভিনয়ের নামে যুবা দের মুখে
মদ,গাজা হিরোইন আর অশ্লীল বুলি শুনে বুড়ো রা
হাততালি দিয়ে উঠে সেই সাথে অানন্দে
লুটোপুটি খায় যুবতীর মন।
তখন আমি বিবর্তনের পথ বেয়ে ফের ছুঁটে চলি
লক্ষ লক্ষ বছর আগেকার সেই
অস্ট্রালোপিথাকাসে সভ্যতার আশায়,
আনাচে কানাচে সভ্যতা খূঁজি মূর্খতায়।
সভ্যতার লেশ মাত্র সেখানে নেই,
সেখান থেকে চলে আসি হোমো হ্যাবিলিস
ক্রমান্বয়ে হোমো ইরেক্টাস ও নিয়ান্ডরটালে
এদের মধ্যে যে টুকু সভ্যতা পেয়েছি তাতে
অখুশি হওয়ার কিছু নাই।
ভেবেছিলাম অতি সভ্য জগতে হয়তো বা পাবো
সভ্যতার পূর্ণ উপকরণে এক পূর্ণ সভ্যতা,
কিন্তু সভ্যতার পথে হাটতে হাটতে
ফের পাই অসভ্যতার দেখা।
তাহলে কি আমরা সভ্যতার হাত ধরে
অসভ্যতার পথে চলেছি?
২৪/১০/২০১৫ ইং
শনিবার,সকাল ৯:০০
০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।