সুখোস্নান হবে
- নাহিদ সরদার

সুখোস্নান হবে

কত শত রূপে ওদের ঘরেতে দেখি দারিদ্রতার বিচরণ,
জীবনের প্রতিটি ক্ষণে ক্ষণে কি তার অহেতুক আচরণ।
কখনো দেখছি অভাগী মায়ের জ্বলন্ত উনুনে শূণ্য হাড়ি,
ছয়খানা মুখ তবুও যেন একটা বাবুই পাখির বাড়ি,
দারিদ্রতার জন্যেই নব্য যুগের সব্য সূচনায় ওদের অসভ্য বসন,
আবার নির্লিপ্ত সুখ কামনায় হাজারো দুখের অসহ্য দহন।
দারিদ্রতার জন্যেই পড়ে থাকে রুগ্ন পিতার নিথর দেহ,
হতাশার কুয়াশায় ঢাকে সোনালী সকাল সুদিন দেখে না কেহ।
দারিদ্রতা ভেবনা তোমাকে তাড়াবার জন্য ওরা করবে ন্যাকামি,
সামান্য চুল দিয়ে টাক ঢাকা বৃথা চেষ্টার মতো অমন কোনো
বোকামি।
ওরা দারিদ্রের অমানিশা দূর করবে ষোড়শী চাঁদের অনিন্দ্য আলোকে।
ওরা সুখোস্নান করাবে তোমায় এ সুন্দরো
ভূলোকে।
এবার তুমি অসীম দুঃখ,কষ্ট আর বেদনা ধুঁয়ে নাও,
তুমি দূরে সরে ওদের দুয়ারে সুখকে পাঠিয়ে দাও।
২০/১০/২০১৫ ইং
মঙ্গল বার, দুপুর ১২.০০
খুলনা মিডিকেল কলেজ হাসপাতালে বসে।


০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।