অামি আমার অধীন এখন
- নাহিদ সরদার
আমি আমার অধীন এখন
---------------------------------
অদৃশ্য বেশে মন কাননে
আসল আবার কে,
হাজিরা খাতায় নাম লিখিয়ে
পলায়েছিল যে।
অাসতে তারে কে বলেছে
ধূমকেতুর ঐ ন্যায়,
কাঁটা দেহে নুনেরছিঁটে
কয়জনি বা সয়।
মন আকাশে ঘনিয়ে মেঘ
যে গেছিল চলে,
দেখব তাঁর ঐ সুখ আকাশে
কোন তারাটা জলে।
সেদিন যখন দলিলে ফুল
দেখেও দেখিনি মোটে,
আমি ছাড়া শূ্ণ্য কাননে
কোনসে ফুল ফোটে।
জানি আজি তাঁর হৃদয়ে
আমার হৃদয় চায়,
আমি আমার অধীন এখন
তাঁর অধীনে নয়।
১৬/১০/২০১৫
শুক্রবার,রাত ১০.০০
০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।