অামার ভালোত্ব
- নাহিদ সরদার

আমার ভালোত্ব

যদি ডাকি জ্যোৎস্না ছড়ানো কোনো এক রাতে,
জানি তুমি নির্দ্বিধায় আসবে।
যদি ত্রি চুম্বন একে দিতে চাই
তোমার অাঁখিদ্বয় আর ঠোঁটে।
তুমি নিঃশঙ্কোচে চতুর্থ চুম্বন নিতে মেলে
দেবে তোমার বদ্ধ বক্ষ,
হয়তোবা, তার থেকে বেশি কিছু।
কারণ তুমি তো অাছো সরল বিশ্বাসে,
তাইতো কাঁপবে না বুক
শুনেও আমার নিঃশ্বাসে।
তবুও আমার মন নিশ্চল
কেন জানো?
আমার সাথে আছে আমার ভালত্ব।
১৩/১০/২০১৫ ইং
মঙ্গলবার, রাত ৯.২২


০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।