আঠারো লাইন দুঃখ
- দন্তস্য সিফাত

দুঃখ এখন বন্ধু আমার, দুঃখ এখন সুখ,
তোমার দুঃখ আপন করে কেঁদে বাসাই বুক।

দুঃখ এখন সঙ্গি আমার, দুঃখ প্রিয় মুখ,
দুঃখ পেয়ে সুখ বিলাই আর থাকি একদম চুপ।

দুঃখ এখন সাথি আমার দুঃখ দেহের ছায়া,
দুখের নদীতে ঘুরে ফিরি নিয়ে সুখের খেয়া।

দুঃখ এখন ঘরের আঙ্গিনায়, দুখের ফুল ফোটে,
পুকুর,নদী, বুকের সাগরে দুখের ঢেউ ওঠে।

দুঃখ এখন আকাশের চাঁদ, ছড়ায় অনেক আলো,
দুখের জোছনায় ভিজে বেড়াতে লাগে অনেক ভালো।

দুঃখ এখন শিরায় শিরায়, দুঃখ বাতাসে ভাসে,
দিবা-নিশি চোখ মুদলে দুখের স্বপ্ন আসে।

দুঃখ এখন সম্বল আমার, হৃদয় জুড়ে আছে,
দুয়ারে দুয়ারে দুঃখ কিনি, খানিক সুখ বেচে।

দুঃখ এখন আকাশ জুড়ে, দুখের রঙ নীল,
জীবনের সাথে ক্যানো আমার দুখের এত মিল ?

দুঃখ এখন নিজেই আমি, আরেকটু দুঃখ দিও,
সুখ আমি চাইনা, আমার সবটুকু সুখ নিও !


০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 1টি মন্তব্য এসেছে।

২৯-০১-২০১৫ ১৮:৪৬ মিঃ

darun @ r ki bolbo @@@