কিছু কথা
- সৌম্যকান্তি চক্রবর্তী

কিছু কথা রয়েই তো যায় না বলা ,
কিছু পথ তো থেকেই যে যায় একসাথে না চলা ,
তবুও স্বপ্নগুলো জমিয়ে রাখছি দুচোখ জুড়ে ;
অব্যক্ত ইচ্ছাগুলোকে রাখছি হৃদয়ে ভরে !
ইচ্ছাগুলোকে মেঘ বানিয়ে যদি বৃষ্টি ঝরাতে পারতাম ,
জলকণা হয়ে তোমাকেই তবে আমি ছুঁয়ে আসতাম ;
তন্দ্রালু জ্যোৎস্নার আলো হয়ে নিদ্রা দিতাম,
ফুলের সুরভি হয়ে তোমায় প্রাণিত করতাম ;


০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।