চাঁদ নয়তো একার
- নাহিদ সরদার

চাঁদ নয়তো একার
-------------------------
চাঁদের প্রেমে আমি হয়েছি বিভর,
একান্তে চেয়েছি আর নয় সবর।
ফাঁদ পেতেছি চাঁদ ধরব বলে,
চাঁদে আর ফাঁদে লুকচুরি চলে।
তবুও চাঁদ আসে নাকো ধারে
যদিও আসে নিজেকে ডুবায়ে আঁধারে।
চাঁদকে নিজের ভেবে করেছি ভুল,
বামনকি আর পাঁয় চাঁদের কূল?
ভুল জেনেও পাঁ দিয়েছি ভুলে
চাঁদনি রাত তবুও পুড়েছি জ্বলে।
চাঁদের ভালবাসা সেতো হয় সীমাহীন
একান্তে চেয়েছি বলে করেছে বিলীন।
০২/১০/২০১৫
শুক্রবার রাত ১২.৩৯ মি:


০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।