সুখে আছি সুখলতা
- নাহিদ সরদার
সুখে আছি সুখ লতা
-----------------------------
সুখলতা,
ভুলেছি তোমাকে স্বপ্নে,প্রেমে,আভ্যাসে বেদনায়।
নিত্যানন্দে বেশ আছি সুখে কবিতায়,
এখন তোমাকে ভাবিনা বৈকালি আভায়,
জ্যোৎস্নায় থাকিনা বসে তোমার অপেক্ষায়।
এখন বুকের মাঝে বন্ধন মুক্ত উল্লাস জাগে,
সুখ লাতা, সুখে থেক সুখ নিয়ে ভাগে।
আমিতো দিয়েছি বিদায় হাত তুলে গত রাতে,
ভেবনা তুমি
সুখে আছি, সুখলতা, বেঁচে থেকে বেদনা সহিতে।
২৯/০৯/২০১৫ ইং
মঙ্গল বার, দুপুর ১২.৪৭
০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।