বিকৃত বোধ
- নাহিদ সরদার

বিকৃত বোধ
----------------
আজকাল আমার সমস্ত স্বত্বা
নারীদের স্পর্শে আমোদিত হতে চায়।
এতোটাই নারী ভোগী মনে হয় যেন
আমি এক ক্ষুধার্ত কোনো নেকড়ে।
সুন্দর, কুৎসিত,বিবাহিতা বা অবিবাহিতা
অথবা পতিতলার হলেই যেন
কামনার নোংরা বাসনায় ছিন্নভিন্ন করতে
ইচ্ছে করে সেই দেহগুলো।
স্পর্শ পেতে চায় যাত্রা পথে
নিঃসঙ্গ কোনো রমণীর,
শিকারী বিড়ালের মতো
স্কুল,কলেজের মেয়েদের দিকে
কামনার কু দৃষ্টি দিয়ে
ওত পেতে বসতে ইচ্ছে করে।
নরীদের প্রতি সেই শৈশবী
ধারণা গুলো আজ আর যেন
কাজ করে না
আমার নবীন যৌবনে।
আমার বোধ এতোটাই অনিয়ন্ত্রিত
যেন কচুর পাতায় বৃষ্টির ফোঁটা।
আমার বোধ এখন আমায় মানে না,
নিজে নিজেই যেন বিকৃত বোধের
এক নির্লজ্জ ইশ্বর।


০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।