পাপিষ্ঠ বীজ
- নাহিদ সরদার
পাপিষ্ঠ বীজ
----------------
আকাশের ঐ গ্রহ,নক্ষত্র পুঞ্জ গুলো
খশে পড়তে চায় তোর
পিচাশিক নোংরামি দেখে।
দুঃখেরাও কষ্টে বিহ্বল,
তোর মূর্খতার সর্বোচ্ছ সীমায় পৌছায়ে
সুখ যেন লজ্জ্বায় মুখ ঢাকে।
সে তো বিকৃত মস্তিষ্কের রমণি ছিল এক,
তাতে না আছে রুপের জৌলুস
না আছে রুষ্ট পুষ্ট নিতম্ব, স্তন, সরস যোনি,
তবুও তোর চরমে উঠল কেন
বিসর্জন শরমে কামনার বাসনা খানি।
অশুদ্ধ কর্মে বাসনা পুরিয়ে
তুইতো বেশ আছিস
অজানায় শুদ্ধ পুরুষ সেঁজে,
কিন্তু আত্মভোলা ঐ পাগলি
তোর অনামা পাপিষ্ট বীজ পেটে নিয়ে
নির্লজ্জ ঘুরে বেড়ায়
বিশুদ্ধের প্রলেপ আঁকা
এই দূষিত সমাজে।
১৮/০৯/২০১৫ ইং
শুক্রবার
০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।