শীতের গন্ধ বাতাসে ভাসে
- নাহিদ সরদার
শীতের গন্ধ বাতাসে ভাসে
------------------------------------
ও মেঘ কেন তোর বাহারি এ ছল
কার সে বেদনে আঁখি টলমল।
আর কতো ঝরাবি অঝরে বৃষ্টি,
এবার ফেরায়ে নে তোর ধ্বংসাত্মক দৃষ্টি
গ্রামের পর গ্রাম ভাসালি
চোখের জলের কত কি নিলি
তবু কেন হয় না ভাসিয়ে সুখ
কাঁদেনা মন তোর দেখিয়া দুঃখ।
ভাব দেখিয়ে লাভ নিই আর
পালাবার সময় হয়েছে এবার
হীম হীম হাওয়া আসছে ধেয়ে,
শেষ রাতে লাগে কাঁথা গায়ে।
সোনালি সকাল শিশির বিন্দু ঘাসে,
শীতের গন্ধ আজ বাতাসে ভাসে।
১৭/০৯/২০১৫ ইং
বৃহস্পতিবার
০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।